E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘অনলাইন নীতিমালা ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে বিরাট অগ্রগতি’

২০১৭ জুলাই ০৫ ০৯:৪৬:০২
‘অনলাইন নীতিমালা ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে বিরাট অগ্রগতি’

স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অনলাইন গণমাধ্যম নীতিমালা ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে একটি বিরাট অগ্রগতি। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে খবর সবার কাছে পৌছুঁতে অনলাইন সংবাদ পোর্টালগুলোর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশনের (বিওএনপিএ) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তারা মন্ত্রিপরিষদে সদ্য অনুমোদিত অনলাইন গণমাধ্যম নীতিমালা নিয়ে আলোচনা করেন।

সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে হাসানুল হক ইনু আলোচনায় উত্থাপিত দাবিগুলো দ্রুত পর্যালোচনার আশ্বাস দেন।

আলোচনাকালে সংগঠনের সভাপতি সুভাষ সাহা ও মহাসচিব এএইচএম তারেক চৌধুরী বিশ্বের প্রথম অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণীত হওয়ায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান ও নীতিমালাটি সবার জন্য উন্মুক্ত করতে দ্রুত গেজেট প্রকাশের অনুরোধ করেন।

অনলাইন সাংবাদিকদের জন্য সরকারি পরিচয়পত্র দেয়ার দাবি জানিয়ে এ সময় তারা মন্ত্রীকে একটি পত্রও হস্তান্তর করেন। তথ্যমন্ত্রী এ সময় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়নকালে সক্রিয় ভূমিকা পালনের জন্য ‘বিওএনপিএ’সহ সব অংশীজনকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে বি এইচ বেলাল, মিজানুর রহমান, নাজমুল হাসান, আ হ ম ফয়সল ও কামরুজ্জামান মতবিনিময়ে অংশ নেন।

(ওএস/এএস/জুলাই ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test