E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫৭ ধারা : ডিআরইউয়ের প্রতিবাদ সমাবেশ পিছিয়েছে

২০১৭ জুলাই ০৬ ১৬:০১:১৬
৫৭ ধারা : ডিআরইউয়ের প্রতিবাদ সমাবেশ পিছিয়েছে

স্টাফ রিপোর্টার : তথ্য প্রযুক্তি আইনের (আইসিটি অ্যাক্ট) ৫৭ ধারা বাতিলের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে শুক্রবার অনুষ্ঠিতব্য প্রতিবাদ সমাবেশটির তারিখ পরিবর্তন করা হয়েছে।

শুক্রবারের পরিবর্তে সমাবেশটি আগামী ১১ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ডিআরইউ চত্ত্বরে অনুষ্ঠিত হবে সমাবেশটি।

ডিআরইউয়ের দফতর সম্পাদক নয়ন মুরাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

সমাবেশের বিষয়ে ডিআরইউ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বিতর্কিত ৫৭ ধারাটি বাতিলের দাবিতে সরকার বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু ডিআরইউ গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছে যে, এই ধারার অপপ্রয়োগের ফলে ডিআরইউয়ের অনেক সদস্যসহ সারা দেশে অসংখ্য সাংবাদিককে গ্রেফতার ও কারাবরণ করতে হয়েছে।

ডিআরইউ আরও লক্ষ্য করছে যে, এই আইনে দায়ের করা মামলায় পুলিশ বিবাদীকে যেকোনো অবস্থান থেকে গ্রেফতার করতে পারে এবং এটি একটি অজামিনযোগ্য ধারা। সরকারের পক্ষ থেকে ডিআরইউসহ গোটা সাংবাদিক সমাজকে বিভিন্ন সময় আশ্বস্ত করা হলেও বিতর্কিত এই আইনটি বাতিলের ব্যাপারে আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেয়া হয়নি। বরং এই আইনের অপপ্রয়োগ বেড়েই চলেছে; যা ডিআরইউসহ গোটা সাংবাদিক সমাজের জন্য উদ্বেগ ও ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ডিআরইউ মনে করে, কোনো সাংবাদিকই আইনের ঊর্ধ্বে নয়। এক্ষেত্রে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা করতে হলে সে জন্য দেশে প্রচলিত আইন রয়েছে। কিন্তু তা না করে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হচ্ছে, তা একটি গণতান্ত্রিক সরকারের জন্য যেমন বিব্রতকর, তেমনি সাংবাদিক সমাজের জন্যও এটি অত্যন্ত অবমাননাকর।

(ওএস/এসপি/জুলাই ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test