E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আসছে অনলাইন গণমাধ্যম সহায়ক নীতিমালা

২০১৪ জুন ২৫ ১৭:৫১:২২
আসছে অনলাইন গণমাধ্যম সহায়ক নীতিমালা

স্টাফ রির্পোটার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, প্রস্তাবিত অনলাইন নীতিমালা প্রণীত হলে অনলাইন পত্রিকার জন্য সরকারি সুযোগ-সুবিধা চালু সম্ভব হবে ।

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী সংসদকে এ কথা জানান।
তিনি জানান, বর্তমানে অনলাইন ভিত্তিক পত্রিকা প্রকাশে কোনো নীতিমালা নেই। তাদের বিধিবদ্ধ অবস্থায় আনতে ‘অনলাইন গণমাধ্যম সহায়ক নীতিমালা-২০১৪’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত নীতিমালাটি প্রণীত হলে অনলাইন পত্রিকার জন্য সরকারি সুযোগ-সুবিধা চালু সম্ভব হবে।
আওয়ামী লীগের সংসদ সদস্য নুরজাহান বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি প্রণীত হলে বেসরকারি মালিকানায় পরিচালিত ইলেকট্টনিক মিডিয়ার ক্ষেত্রে বেশি দায়বদ্ধতা সৃষ্টি করা সম্ভব হবে।
(ওএস/এএস/জুন ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test