E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হুমকির প্রতিবাদে মানববন্ধন

২০১৭ জুলাই ১৮ ১৫:৪১:৫৬
মৌলভীবাজারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হুমকির প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে সংবাদ প্রকাশ ওপ্রচারের জেরে মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট,সিনিয়র সাংবাদিক এস,এম উমেদ আলী সহ তিন সাংবাদিকদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে  বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর বারোটার দিকে শহরের প্রেসক্লাব চত্ত¡রে বিভিন্ন সামাজিক সংগঠনের সতস্ফুর্ত অংশগ্রহণে প্রায় তিনশতাধিক মানুষ এ মানববন্ধনে উপস্থিত ছিলেন। দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) ইমাদ উদ দীন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি আলহাজ নজরুল ইসলাম মুহিবের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জল, বিশিষ্ট ক্রীরা সংগঠক সরওয়ার মজুমদার ইমন,দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হোসেইন আহমদ,জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসী ইকবাল আহমদ,সিনিয়র আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিব,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফিরুজ, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল, ফটোনিউজ বিডি সম্পাদক এমদাদুল হক,মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মসাহিদ আহমদ,সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুবদল নেতা মুহিতুর রহমান হেলাল,সেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলার স্বাগত কিশোর দাশ চৌধুরী, মনু থিয়েটারের সভাপতি আ,সম সালেহ সোহেল,দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ,বাসস প্রতিনিধি ডাঃ সাদিকুর রহমান,বাংলাভিষন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন প্রমুখ।

মানবন্ধনে বক্তারা নানান অপকর্মের হোতা, প্রতারক ও মামলাবাজ মৌলভীবাজারের আলোচিত ফার্নিচার ব্যবসায়ী সাইফুল ইসলাম সজিব কর্তৃক তিন সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও প্রচারের জেরে মিথ্যা ও হয়রানী মূলক মামলা প্রত্যারের জোর দাবী জানান।

উল্লেখ্য, মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের সাবেক এএসপি (বর্তমানে ডিএমপিতে কর্মরত) আলমগীর হোসেনসহ আটজনের বিরুদ্ধে আদালতে হেফাজতে নির্যাতন, ছিনতাই ও হয়রানির অভিযোগে মামলা করেন সজিব। গত ৫ জুলাই মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে সজিব পিটিশন মামলা দায়ের করলে আদালত ওই দিন জেলা পুলিশ সুপারকে মামলা দায়েরের নির্দেশ দেন। আদালত থেকে কাগজাত পৌছালে ৯ জুলাই মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা হয়।

মামলার অপর আসামিরা হলেন মৌলভীবাজার মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ মো. আবদুছ ছালেক, এসআই মোঃ নাজিম উদ্দিন, এসআই মঞ্জুরুল হাসান মাসুদ, এসআই মো. আবদুল হাশিম এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি এসএম উমেদ আলী, সাংবাদিক আজিজুল হক বাবুল ও আবদুল মালেক মনি। মামলায় তাঁকে মেরে ফেলার হুমকি ও ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে।

এই মামলার প্রেক্ষিতে মামলা সংক্রান্ত তথ্য’র সংবাদ সংগ্রহের জন্য যোগাযোগ করতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে একাধীক সংবাদিককে অকথ্যভাষায় গালিগালাজ, ৫৭ ধারায় মামলা ও প্রাণনাশের হুমকি দেন সজিব। তার এমন অশালীন আচরণ ও প্রাণ নাশের হুমকির প্রেক্ষিতে সিনিয়র সাংবাদিক এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ ও দৈনিক বাংলা ৭১ এর জেলা প্রতিনিধি এবং মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জীবনের নিরাপত্তা চেয়ে মৌলভীবাজার মডেল থানায় তাঁর বিরুদ্ধে ১৩ জুলাই পৃথক দুটি সাধারণ ডায়েরী করেন (জিডি) করেন।

এই ঘটনা জানাজানি হলে মৌলভীবাজার জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্র ও অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকরা ক্ষুব্ধ হন। জেলার চিহ্নিত নানা অপকর্মের হোতার এমন আস্ফালনে ক্ষোভ ও নিন্দা জানান নানা শ্রেণী ও পেশার মানুষও।


(একে/এসপি/জুলাই ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test