E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাগেরহাটে বিজিবির সিও’কে প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

২০১৭ আগস্ট ০৮ ১৫:১৬:০১
বাগেরহাটে বিজিবির সিও’কে প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : বিজিবির সিও লে. কর্নেল আরিফকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাটের সাংবাদিকরা। অবিলম্বে বিজিবির সিওকে বেনাপোল থেকে প্রত্যাহার ও আইনের আওতায় আনার দাবি জানান হয়েছে মানববন্ধন থেকে।

সাংবাদিক নেতৃবৃন্দ যশোরের বেনাপোল চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অনিয়ম নিয়ে রিপোর্ট করায় বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট আজিজুল হককে ক্যাম্পে নিয়ে পেটানোর তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্তকে আইনের মুখোমুখি করতে সরকারের প্রতি দাবি জানান। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে বাগেরহাটে কর্মরত গনমাধ্যম কর্মীরা অংশগ্রণ করেন।

বাংলানিউজের ডিস্ট্রিক করেসপন্ডেন্ট এস.এস শোহানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শওকত আলী বাবু, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ইয়ামিন আলী, বাগেরহাট ফ্লিম সোসাইটির সভাপতি আব্দুল্লাহ বনি, আরটিভির জেলা প্রতিনিধি সামসুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সঠিক সংবাদ প্রকাশের জন্য বাংলানিউজের সাংবাদিক আজিজের উপর অমানুষিক অত্যাচার করা হয়েছে। যা খুবই ন্যাক্যার জনক। বিজিবির সিও লে. কর্নেল আরিফ তার পেশাগত সুনাম ক্ষুন্নের পাশাপশি সরকারেরও ভাবমুর্তি নষ্ট করছে। আরিফকে প্রত্যাহারের জন্য সারাদেশে সাংবাদিক ও পেশাজীবী সমাজ আন্দোলনে নেমেছে। তারপরও আরিফ বহাল তবিয়তে আছে। আমরা জানতে চাই আরিফের খুটির জোর কোথায়।

সাংবাদিকরা আরও বলেন, আমরা আরিফের প্রত্যাহার চাই। তবে শুধু প্রত্যাহার নয় তাকে বিচারের মুখোমুখি দার করাতে হবে। এছাড়াও মানববন্ধনে বাগেরহাটের বিভিন্ন শ্রেনি পেশার নেতৃবৃন্দ দাবির প্রত একাত্মতা জানিয়ে অংশগ্রহন করেন।

শুক্রবার বিকেলে ক্যাম্পে ডেকে আজিজকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বিজিবি ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আরিফ। বুকে, পিঠে লাথি মেরে মাটিতে ফেলে দেন।

(এসএকে/এসপি/আগস্ট ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test