E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চবির প্রতি আসনে লড়ছে ২৬ শিক্ষার্থী

২০১৭ অক্টোবর ১০ ১৬:৪০:১৪
চবির প্রতি আসনে লড়ছে ২৬ শিক্ষার্থী

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ৪ হাজার ৯২৪টি আসনে ভর্তির জন্য চূড়ান্তভাবে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ২৬ হাজার ৫৭টি। ফলে এবছর প্রতি আসনের বিপরীতে লড়ছে ২৬ শিক্ষার্থী।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ভর্তি কমিটির সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস. এম আকবর হোসাইন বলেন, এটাই প্রায় চূড়ান্ত হিসাব। তবে ৪টি ব্যাংকের আবেদন ফি বাবদ এখনও কিছু ছাত্রের হিসাব আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে সংখ্যাটি ৪ অথবা ৫ জনের বেশি নয়।

২০১৭-১৮ শিক্ষাবর্ষে এ ইউনিটে ১২১৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৩ হাজার ১১৮টি। সে অনুপাতে ইউনিট প্রতি আসনে লড়বে ৩৫ জন। বি ইউনিটে ১৩৪৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৯৩১৩টি। সে অনুপাতে ইউনিট প্রতি আসনে লড়বে ২২ জন। সি ইউনিটে ৪৪৮ আসনের বিপরীতে আবেদন পড়েছে ১৪৩০৪টি। সে অনুপাতে ইউনিট প্রতি আসনে লড়বে ৩২ জন এবং ডি ইউনিটে ১ হাজার ১৮১ আসনের বিপরীতে ৩৯ হাজার ৩২২টি। সে অনুপাতে ইউনিট প্রতি আসনে লড়বে ৩৩ জন।

এদিকে, এবছর শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ লাঘবে ভর্তি পরীক্ষায় ১০টি ইউনিটের পরিবর্তে ৪টি ইউনিটে নামিয়ে আনায় কমেছে আবেদন সংখ্যা। যেখানে গত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭৭৯টি। প্রতি আসনের বিপরীতে লড়ছে ৫১ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬, ২৭, ২৮, ২৯ অক্টোবর যথাক্রমে ‘সি’, ‘ডি’, ‘বি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।

এদিকে, বরাবরের মতো এবারও পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগে সক্ষম কোনো ইলেক্ট্রনিক ডিভাইস, যন্ত্র ও ঘড়ি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এছাড়া কোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে পরীক্ষা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং জালিয়াতি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

পাশাপাশি ভর্তির বিস্তারিত তথ্য admission.eis.cu ওয়েবসাইট থেকে জানা যাবে।

(ওএস/এসপি/অক্টোবর ১০, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test