E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল

২০১৭ অক্টোবর ২১ ১৭:২৪:১৬
রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল রবিবার (২২অক্টোবর) থেকে শুরু হবে। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করেছে।

এ বছর বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদে ৫৯টি বিভাগে কোটাসহ মোট ৪ হাজার ৬৩৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ১৬ হাজার ১২০টি আবেদন জমা পড়েছে। এ হিসাবে প্রতি আসনের জন্য ৬৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভর্তিচ্ছুর সংখ্যা প্রায় এক লাখ ২১ হাজার।

আগামীকাল রবিবার পরীক্ষার প্রথম দিনে সকাল সাড়ে ৮ থেকে সাড়ে ৯ পর্যন্ত ই ইউনিটের ‘ই-১’ ও সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ‘ই-২’ এবং সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ‘ই-৩’ ইউনিটের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুপুর আড়ইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ‘এ-১’ ইউনিট ও বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ‘এ-২’ রোলনম্বরধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, প্রতিবছরের ন্যায় এবছরও সব ধরনের জালিয়াতি রোধে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভ্রাম্যমাণ আদালত গোয়েন্দা, বিএনসিসি, রোভারস্কাউটের সদস্যরা কাজ করবে। ক্যাম্পাসে অতিরিক্ত ৩টি পুলিশ বুথ ছাড়াও পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসের প্রবেশ এবং বাহির হওয়ার বিশেষ দিক নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, ভর্তি পরীক্ষার্থী, অভিভাবক, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

(ওএস/এসপি/অক্টোবর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test