E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাওলনা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২০১৭ অক্টোবর ২৪ ১৬:০৬:০৬
মাওলনা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল শোভাযাত্রা, ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পদক্ষিণ করে ভাসানীর মাজার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করা হয়। এর পর প্রশাসনিক ভবনের সামনে এসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শণ, বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রিজেন্ট বোর্ড সদস্যবৃন্দ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এস. এম সাইফুল্লাহ, বিজ্ঞান অনুষদের ডিন ড. পিনাকী দে, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহবায়ক ও টিই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ইকবাল মাহমুদ, রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্টসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৯ সনের ১২ অক্টোবর তৎকালীন ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।তার পাশে ছিলেন, প্রক্টর, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


(এনইউ/এসপি/অক্টোবর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test