E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাসানী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ফারুকের ইন্তেকাল

২০১৭ নভেম্বর ১২ ১৬:২৭:৩৩
ভাসানী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ফারুকের ইন্তেকাল

টাঙ্গাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী মো. উমর ফারুক (সিপি-১৫০৪৩) রবিবার (১২ নভেম্বর) সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, রোববার সকালে উমর ফারুক টাঙ্গাইল শহরের আবহাওয়া অফিসের বিপরীতে একটি বাসায় টিউশনিতে যান। শিক্ষার্থীকে পড়ানো অবস্থায় তিনি চেয়ার থেকে পড়ে যায়। পরে ওই ছাত্রের পরিবারের সদস্যরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. উমর ফারুক ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার বাড়ইপাড়া গ্রামে। চার ভাইবোনের মধ্যে ফারুক সবার বড় ছিলেন।

পারিবারিক সমস্যার কারণে দুই ভাইবোন মিলে বিশ্ববিদালয়ের কাছাকাছি একটি ভাড়া বাসায় থাকতেন। তার বোন সন্তোষ জাহ্নবি স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করেন। পড়াশুনার পাশাপাশি টিউশনি করে নিজেদের খরচ বহন করতেন উমর ফারুক।

(আরকেপি/এসপি/নভেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test