E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে বিটেক শিক্ষার্থীদের ৭ দফা দাবিতে মানববন্ধন

২০১৭ নভেম্বর ২১ ১৬:২৪:৫০
টাঙ্গাইলে বিটেক শিক্ষার্থীদের ৭ দফা দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) অনতিবিলম্বে উদ্বোধন সহ সাত দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার(২১ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনটি ক্যাম্পাসের ছয় দফা চত্ত্বরসহ অ্যাকাডেমিক ভবন থেকে মসজিদ পর্যন্ত দীর্ঘ ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, সোসাইটি অব বিটেক স্টুডেন্টের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক নিজামুল হক, সহ-সভাপতি শামীম হোসেন পান্না, ইমতিয়াজ আহম্মেদ, রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ভূঁইয়া, ৩য় বর্ষ সভাপতি মো. ইউসুফ প্রমুখ। মানববন্ধনে বিটেক- এর সকল বিভাগের সকল বর্ষের সাধারন শিক্ষার্থীরা অংশ নেয়।

শিক্ষার্থীদের সাত দফা দাবিগুলো হচ্ছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধন, শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থার জন্য দুইটি কলেজ বাস বরাদ্দ, নতুন ছাত্র হল নির্মাণ, নিরবচ্ছিন্ন বিদুৎ ব্যবস্থা ও বন্ধ সাবস্টেশন চালু করণ, কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক ল্যাবরেটরি চালু করণ, ওয়াইফাই সংযোগ চালু ও সুরক্ষিত ছাত্রী হল নিশ্চিত করণ।

(আরকেপি/এসপি/নভেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test