E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন : নিরঙ্কুশ জয় নীল দলের

২০১৭ ডিসেম্বর ১১ ১৯:০৬:১৯
ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন : নিরঙ্কুশ জয় নীল দলের

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির কার্যকর পরিষদ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ পদের ১৪টিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী ও বাম সমর্থিত শিক্ষকদের প্যানেল নীল দল। অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের প্যানেল সাদা দল জয় পেয়েছে মাত্র একটিতে।

সোমবার বিকেল ৪টা ৩৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার তোফায়েল আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।

নীল দলের জয়ী প্রার্থীরা হলেন- সভাপতি পদে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সহ-সভাপতি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জীববিজ্ঞান অনুষদের ডিন মো. ইমদাদুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইংরেজি বিভাগের অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, কোষাধ্যক্ষ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

এ ছাড়া সদস্য পদে গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, সমাজবিজ্ঞান বিভাগের জিনাত হুদা, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মাদ সামাদ, লেদার টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আফতাব আলী শেখ, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান ও বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর দে।

অপরদিকে সাদা দলের একমাত্র জয়ী প্রার্থী হলেন- ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের অধ্যাপক মো. হাসানুজ্জামান।

(ওএস/অ/ডিসেম্বর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test