E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হল থেকে বের করে দেয়ায় বাকৃবিতে ছাত্রীর অনশন

২০১৮ জানুয়ারি ০৯ ১৭:৪৫:৩৪
হল থেকে বের করে দেয়ায় বাকৃবিতে ছাত্রীর অনশন

বাকৃবি প্রতিনিধি : ছাত্রলীগের মিছিলে না যাওয়ায় হল থেকে বের করে দেয়ার প্রতিবাদ ও হলে ফিরে যাওয়ার দাবিতে এক ছাত্রীর অনশনে তোলপাড় হয়েছে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।

মঙ্গলবার সকালে এই ঘটনায় জড়িতদের শাস্তি ও সেই ছাত্রীর দাবি মেনে নেয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ওই ছাত্রীর সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

ভুক্তভোগীর নাম আফসানা আহমেদ ইভা। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী। রোকেয়া হলে তার আবাসনের ব্যবস্থা হয়েছিল।

ইভার অভিযোগ, গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে যাওয়ার জন্যে ছাত্রলীগের রোকেয়া হলের নেত্রীরা সবাইকে জোর করেছেন। ইভা যেতে না চাইলে তাকেও মিছিলে যেতে বাধ্য করা হয়। এর প্রতিবাদ করায় ওই রাতে তাকে হলের সিট ছেড়ে দেয়ার জন্যে হুমকি-ধমকি দেন ছাত্রলীগের নেত্রীরা।

পরদিন সকালে হল প্রভোস্ট ইসমত আরা বেগমকে এই হুমকি ধামকি ও নিরাপত্তাহীনতার কথা লিখিতভাবে জানান ইভা। এরপর থেকে হুমকি বেড়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

ইভা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে তার কক্ষ থেকে তার বিছানাপত্র, বইপত্র, কাপড়চোপড়সহ সব জিনিস হলের বাইরে এনে রেখে দেন ছাত্রলীগের নেত্রীরা। সেই সাথে শীতের রাতে তাকে হল থেকে বের করে দেয়া হয়।

ইভা যে সংগঠন করেন, সেই সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সৌরভ দাস ঢাকাটাইমসকে বলেন, ‘রাতে ইভাকে বের করে দেয়ার সময় প্রক্টর আতিকুর রহমান খোকনকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। রাতভর শীতের মধ্যে হলের বাইরে রাত কাটান ইভা।’

এদিকে মঙ্গলবার সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। পরে সকাল ১০টার দিকে ইভা রোকেয়া হলের সামনে অনশনে বসেন।

বেলা ১২টার দিকে সমস্যার সমাধানে প্রক্টর অফিসে ছাত্রফ্রন্ট নেতা ও ইভার সাথে বৈঠকে বসেন প্রক্টর আতিকুর রহমান খোকন। ঘণ্টাখানেক বৈঠক চললেও কোনো সমাধান আসেনি তাতে।

এরপর আবার অনশনে বসেন ইভা। পরে বেলা তিনটার দিকে প্রক্টর আতিকুর রহমান, সাবেক প্রক্টর জাকির হোসেন, ছাত্রফ্রন্ট ও ছাত্রলীগের নেতাদের নিয়ে সমস্যার সমাধানে বৈঠকে বসেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল বলে জানান সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাকৃবি শাখার সভাপতি সৌরভ দাস।

(ওএস/এসপি/জানুয়ারি ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test