Ena Properties
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত

২০১৮ জানুয়ারি ১৪ ১২:৪৮:৫৯
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

রবিবার সকালে অপরাজেয় বাংলার পাদদেশে কয়েক শ' শিক্ষার্থী এ বিক্ষোভে অংশ নেন। এর আগে গত বৃহস্পতিবারও তারা একই দাবিতে বিক্ষোভ করেন। বিক্ষোভ, দফায় দফায় মিছিল শেষে ওইদিন উপাচার্যের কার্যালয় ঘেরাও করে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী।

বিক্ষোভকারীরা অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের কারণে ঢাবি শিক্ষার্থীদের পরিচয় সঙ্কটে পড়তে হচ্ছে দাবি করে অবিলম্বে এসব কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। বিক্ষোভে শিক্ষার্থীরা নানা ধরণের প্ল্যাকার্ড বহন করেন যাতে লেখা ছিল- ‘বাতিল হোক অধিভুক্ত, ঢাবি হোক বহিরাগতমুক্ত’; ‘দাবি মোদের একটাই, ঢাবির কোন শাখা নাই’; ‘এক দফা এক দাবি, অধিভুক্ত মুক্ত ঢাবি’; ‘রাখতে ঢাবির সম্মান, সাত কলেজ বেমানান’ ইত্যাদি।

এদিকে ঢাবি শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক দাবি করে সাত কলেজের শিক্ষার্থীরা ১৫ জানুয়ারি সকাল ১১টায় নিজ নিজ কলেজের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।

(ওএস/এসপি/জানুয়ারি ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ আগস্ট ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test