E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দাবি বাস্তবায়নের আশ্বাস : মুক্ত রোকেয়ার ভিসি

২০১৪ জুলাই ০৫ ১১:২৪:৪৬
দাবি বাস্তবায়নের আশ্বাস : মুক্ত রোকেয়ার ভিসি

রংপুর প্রতিনিধি : আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের অবরোধ থেকে ৩৬ ঘণ্টা পর অবমুক্ত হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্বদ্যিালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী।

শুক্রবার রাতে দীর্ঘ দুই ঘণ্টা বৈঠক শেষে চাকরি স্থায়ী করার দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে রাত ১১টার দিকে আবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। এছাড়া চলমান আন্দোলনও ১৯ জুলাই পর্যন্ত স্থগিতের ঘোষণা দেয় তারা।
এর আগে বৃহস্পতিবার চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারী আন্দোলন শুরু করেন। ওইদিন বেলা ১১টা থেকে উপাচার্যকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন তারা। বকেয়া বেতনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও গত বছরের ১৭ সেপ্টেম্বর থেকে টানা ছয় দিন উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছিলেন।
(ওএস/এএস/জুলাই ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test