E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপাচার্যের ওপর হামলার প্রতিবাদে ইবি শিক্ষক সমিতির মানববন্ধন

২০১৮ জানুয়ারি ২৮ ১৫:৩৬:০১
উপাচার্যের ওপর হামলার প্রতিবাদে ইবি শিক্ষক সমিতির মানববন্ধন

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা এই বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করার দাবি জানান। এ সময় তারা দ্রুত বিচার দাবি করে আন্দোলন অনির্দিষ্ট কালের জন্য অব্যাহত রাখার হুশিয়ারি দেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. মিজানুর রহমান বলেন, ভিসির ওপর আক্রমন করা মানে পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের ওপর আক্রমন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার মর্মাহত। বিশ্ববিদ্যালয়ে ইতপূর্বেও শিক্ষকদের ওপর হামলা হয়েছে কিন্তু বিচার হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। তাই উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত সনাক্ত করে বিচারের আওতায় আনতে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।

এ সময় তিনি আগামী ২৯ ও ৩০ জানুয়ারি বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন।

তিনি আরও বলেন, যদি আগামী দুদিনের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ অলী উল্যাহ’র সঞ্চালনায় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা, প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুব ররহমান, সাবেক শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মমতাজুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, ইংরেজি বিভাগের সভাপতি এইচ. এম. আখতারুজ্জামান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসাইন, সাবেক শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ইমতিয়াজুল ইসলাম, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান প্রমূখ।

শিক্ষক সমিতির এ মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্ত-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

(এসআই/এসপি/জানুয়ারি ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test