E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাম জোটের ধর্মঘটে অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২০১৮ জানুয়ারি ২৯ ১৮:০৫:০৪
বাম জোটের ধর্মঘটে অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার : সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারাদেশে ডাকা ছাত্র ধর্মঘটের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করছে বামপন্থী ছাত্র জোট।  

সোমবার সকাল থেকেই জোটের নেতাকর্মীরা অনুষদগুলোর ফটক বন্ধ করে অবস্থান নিয়েছেন। ফলে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। ক্লাসে প্রবেশ করতে না পারায় সকালে নতুন কলা ভবনের সামনে গিয়ে শিক্ষার্থীদের জটলা দেখা যায়।

বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী আন্দোলনের একটি ধারাবাহিক ইতিহাস আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুন্নাহার হল ছাত্র আন্দোলন, নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন ও যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা আন্দোলন ও সাম্প্রতিক সময়ে পহেলা বৈশাখে যৌন নিপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন সাধারণ শিক্ষার্থী ও জনগণের মধ্যে ব্যাপক আকারে সাড়া ফেললেও, অধিকাংশ ক্ষেত্রেই এইসকল আন্দোলনের দাবিগুলোকে মানা হয়নি। এর ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি গড়ে ওঠা নিপীড়নবিরোধী আন্দোলনের ক্ষেত্রেও শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন মত থাকতে পারে। এ বিষয়ে শিক্ষার্থীদের দাবির ন্যায্যতা এবং আন্দোলনের প্রক্রিয়া নিয়ে আমাদের অনেকের মতভিন্নতা আছে। তবে, শিক্ষার্থীরা যেকোন দাবিতে উপাচার্যের কাছে যেতে পারেন। গত ১৫ জানুয়ারি এই দাবিতে যখন আন্দোলন চলছিল, তখন সেই আন্দোলনের সমন্বয়কারীকে শিক্ষার্থীদের সামনে থেকেই ভিসি অফিসের ভেতরে তুলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে পুলিশে সোপর্দ করা হলেও প্রায় দুই দিন তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। আ

ন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের ঘিরে ধরে ছাত্রলীগ নামধারীরা তাদের উপর নানাভাবে যৌন হয়রানি করে এবং অশালীন গালিগালাজ করে, যার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়ে। শান্তিপূর্ণ একটি আন্দোলনে প্রশাসনের ছত্রছায়ায় ছাত্রলীগের এই হামলা বিক্ষুব্ধ করে তোলে শিক্ষার্থীদের।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি ন্যায্য হলে তা মেনে নিয়ে, কিংবা দাবির যৌক্তিকতা না থাকলে সেখানে শিক্ষার্থীদের যুক্তি দিয়ে বুঝিয়ে ও ধৈর্যসহকারে পরিস্থিতি মোকাবিলা করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কিন্তু এক্ষেত্রে প্রশাসন সে পথে না গিয়ে ছাত্রলীগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে।

আন্দোলনরত নারী শিক্ষার্থীদের উপর হামলা এবং নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে এরপর নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে চিহ্নিত নিপীড়কদের বিচারের দাবিতে আন্দোলনে অংশ নেয়। যেহেতু নিপীড়নবিরোধী বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে যথাযথ বিচার না পাওয়ার উদাহরণ রয়েছে, সে কারণেই প্রশাসনের এই দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের টালবাহানা শিক্ষার্থীদের বিক্ষুব্ধ করে তোলে। তাই ২৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দেয় বামপন্থী ছাত্র জোট।

(টি/এসপি/জানুয়ারি ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test