E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুবিতে নতুন ভিসি এমরান কবির চৌধুরীর যোগদান

২০১৮ জানুয়ারি ৩১ ১৬:২১:৫৬
কুবিতে নতুন ভিসি এমরান কবির চৌধুরীর যোগদান

হুমায়ূন কবির জীবন, কুমিল্লা : অবশেষে দীর্ঘ ৫৭ দিন পর নতুন ভিসি পেলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আজ বুধবার আনুষ্ঠানিক ভাবে কর্মস্থলে যোগ দেন কুবির ভিসি ড. এমরান কবির চৌধুরী। তার এ যোগদানের ফলে দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থার অবসান ঘটে। যোগদানের পর দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখেন। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাসহ সকলের উদ্দেশ্যে নবনিযুক্ত ভিসি ড. এমরান কবির চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা ও সুন্দর মনোভাব প্রয়োজন।

ভর্তিপরীক্ষাসহ যেসকল সমস্যা আছে সেগুলি অতি দ্রুত সমাধান করা হবে। মতবিনিময়কালে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল চৌধুরী। নবনিযুক্ত ভিসি ড. এমরান কবির চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।

এর আগে মঙ্গলবার ড. এমরান কবির চৌধুরীকে ভিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক । তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায়।

নতুন ভিসি যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/ কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে স্বস্তি বিরাজ করে। তারা আশা করেন কর্মস্থলে ভিসির যোগদানের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকা অচলাবস্থার অবসান ঘটবে।

(এইচকেজি/এসপি/জানুয়ারি ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test