E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরীক্ষা পেছানোর দাবি

কুমিল্লায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠি চার্জ 

২০১৮ ফেব্রুয়ারি ০৪ ১৬:১১:০৮
কুমিল্লায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠি চার্জ 

কুমিল্লা প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে কুমিল্লার ধর্মপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিলে পুলিশ লাঠি চার্জ করেছে।

এ সময় সেখান থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এক ছাত্রীসহ ৮ জনকে এবং শহরের কান্দিরপাড়ে মানববন্ধন করার সময় কুমিল্লা সরকারি কলেজের ৭ জনসহ ১৫ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ধর্মপুর শাখায় বঙ্গবন্ধু মূর‌্যালের সামনে বিক্ষোভ শুরু করলে পুলিশ আটককৃতদের ছেড়ে দেয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা রুটিন প্রদানের পর থেকে আন্দোলন শুরু করে। রবিবার সকাল ১০টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ ও কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ধর্মপুর রেল ক্রসিং এ অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

এসময় ভিক্টোরিয়া কলেজের গণিত বিভাগের ছাত্রী তাসমিয়া, ইংরেজি বিভাগের সিরাজ, তৌহিদ, অর্থনীতি বিভাগের ফয়েজ, পদার্থ বিজ্ঞান বিভাগের রাসেল, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ইয়াছিন, ব্যবস্থাপনা বিভাগের রবিনকে আটক করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় নিয়ে যায় পুলিশ।

অপরদিকে কুমিল্লা শহরের কান্দিরপাড়ে কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করতে গেলে পুলিশ তাদের ব্যানার ছিনিয়ে নেয় এবং হিসাব বিজ্ঞান বিভাগের তুষার, মধাব, ব্যবস্থাপনা বিভাগের শাহ আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাজমুল হাসান, আলী আকবর, সুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

পরবর্তীতে শিক্ষার্থীরা ভিক্টোরিয়া কলেজের বঙ্গবন্ধু ম্যুারালের সামনে জড়াও হয়ে আন্দোলন আন্দোলন শুরু করে।

কুমিল্লা কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম মিয়া জানান, মিছিলের কোন অনুমতি নেয়া হয় নি। পরিস্থিতি অনুকূলে আনার জন্য ছাত্র ছাত্রীদের আটক করে থানায় নেয়া হয়েছে। পরে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের ওপর পুলিশে লাঠি চার্জ ও আটকের ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
একই দাবিতে কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মানব বন্ধন করেছে।

(এইচকেজি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test