E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভিন্ন আমেজে ‘রাজা ইদিপাস’ নাটক মঞ্চস্থ

২০১৮ ফেব্রুয়ারি ১২ ১৮:১৩:৫৬
ভিন্ন আমেজে ‘রাজা ইদিপাস’ নাটক মঞ্চস্থ

ত্রিশাল প্রতিনিধি : গতকাল রবিবার রাতে দ্বিতীয়বারের মতো মৌলিক চিন্তাধারায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি সম্মুখে ভিন্ন আমেজে মঞ্চস্থ হলো ‘রাজা ইদিপাস’ নাটক।

‘রাজা ইদিপাস’ নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক মাজহারুল হোসেন তোকদার। ব্যতিক্রম ও প্রশস্ত পরিসরে নাটকটি মঞ্চস্থ হওয়ায় সকলের মধ্যে উৎসাহের মাত্রা খানিক বেড়ে যায়। ফলে দর্শনীর বিনিময়ে হলেও কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে লাইব্রেরি প্রাঙ্গন। ক্লাইমেক্স দৃশ্যে ঘোড়ার গড়ীর ব্যবহার ও শেষ দৃশ্যে তুষারপাত ছিল দর্শকদের জন্য অন্যরকম চমক। আলোক পরিকল্পনার মহাযজ্ঞে পুরো লাইব্রেরি ভবন যেনো গ্রীসের প্রাসাদে রূপ নেয়। একে একে উদ্ভাসিত হয় সত্য, শিউরে ওঠে মানুষ।

সাহিত্যের বিস্ময় জাগানিয়া ইদিপাস চরিত্রের পতনই এই নাটকের আবহে নিয়ে আসে দুর্বার ট্রাজেডি। নিজ জননীকে বিবাহের মতো ঘৃণ্যতম পাপে কুলষিত হয় গ্রীসের থিবী নগরী। আর সেই পাপের রহস্য উন্মোচন করতে গিয়েই নিয়তি ও ব্যক্তিগত ত্রুটির রোষানলে বেরিয়ে আসে নির্মম সত্য।

পরিবেশ ও প্রতœ নাটকের আদলে নির্মিত নাটকটিতে অভিনয় করেছে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থীরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান।

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার ও সাধারন সম্পদক মো. শফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন টিপিএস বিভাগের বিভাগীয় প্রধান ইসমতআরা ভূঁইয়া ইলাসহ অন্যান্য বিভাগের শিক্ষক মহোদয়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থী পারফরমারদের অভিভাবকগণ।

এছাড়াও বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী আনন্দের সাথে উপভোগ করেছে নাটকটি। ৫০ মিনিট ব্যাপ্তির নাটকটিতে কলাকুশলীর সংখ্যা ৬০ জনের অধিক।

(এন/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test