E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এনইউবিটিকে বসন্ত বরণ উৎসব

২০১৮ ফেব্রুয়ারি ১৩ ১৬:৫০:২১
এনইউবিটিকে বসন্ত বরণ উৎসব

এনইউবিটিকে প্রতিনিধি : নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনা (এনইউবিটিক) কালচারাল ক্লাব এর উদ্যোগে আজ ১৩ই ফেব্রুয়ারি (১লা ফাগুন) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দিনব্যাপী নাচ-গান, কবিতা আবৃতি, নাটকসহ বিভিন্ন সাং¯কৃতিক কর্মকান্ডের মাধ্যমে ঋতুরাজ বসন্তের আগমনকে স্বাগত জানায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বসন্ত বরণ উৎসবের উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন এর অধ্যাপক ও এন ইউ বি টি খুলনার এ্যাডভাইজার প্রফেসর ডঃ এ.টি.এম জহিরউদ্দীন, সে সময় তিনি বলেন, আমাদের দেশে ঋতুচক্রে বসন্তের উপস্থিতি ক্ষণস্থায়ী হলেও তাৎপর্যপূর্ণ। বসন্ত তারুন্যের উচ্ছাস ও প্রাণের স্পন্দনের বার্তা নিয়ে আগমন করে। মানুষের সাথে মানুষের সম্প্রীতির উন্নয়নেও বসন্তের আগমন ভূমিকা রাখে।

এ সময় আরো উপস্থিত ছিলেন এনইউবিটিকের রেজিষ্ট্রার ইনচাজ এ.এইচ.এম মানজুর মোরশেদ, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান এস এম মনিরুল ইসলাম, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিয়ারিং বিভাগের প্রধান মোঃ রবিউল ইসলাম ও আইন বিভাগের সহকারী অধ্যাপক রাজীব হাসনাত শাকিল।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সার্বিক পরিকল্পনা ও সমš¦য় করেন কালচারাল ক্লাবের কনভেনর আইন বিভাগের প্রভাষক মোঃ ইফতেখারুল ইসলাম।

(জেএম/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test