E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইবিতে আবৃত্তি অনুষ্ঠান

২০১৮ ফেব্রুয়ারি ২৬ ১৬:১৭:৩৮
ইবিতে আবৃত্তি অনুষ্ঠান

ইবি প্রতিনিধি : ‘আজ আমি শোকে বিহ্বল নই’ স্লোগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবৃত্তি আবৃত্তির আয়োজনে আবৃত্তি অনুষ্ঠান হয়েছে। সোমবার টিএসসিসির করিডোরে এ অনুষ্ঠান হয়।

বাংলা বিভাগের শিক্ষার্থী কল্পনা ঘোষের সঞ্চালনায় আবৃত্তি আবৃত্তির সভাপতি তাহনিমা টুম্পার খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাক্ষ প্রফেসর ড. মো. সেলিম তোহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএসসিসির পরিচালক ড. বাকী বিল্লাহ, ইংরেজি বিভাগের শিক্ষক ড. সাজ্জাদ জাহিদ, একই বিভাগের শিক্ষক ড. মিয়া মো. রাশেদুজ্জামান ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. আবু হেনা মোস্তফা জামাল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্যাপ’র সভাপতি মাহাদি, ‘স্বপ্ন’ সাহিত্য পষর্দ’র সভাপতি জি. কে. সাদিক, তারুণ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তারিক আল সাকিব ও ইমা প্রমুখ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আবৃত্তি আবৃত্তির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা নাইমুল ইসলাম, তাহনিমা টুম্পা খাতুন, সদস্য আইনুন নাহার, কল্পনা ঘোষ, আফরোজা রোজা, জামশেদ হোসেন, সাবরুনা মমতাজ, রাসেল আহাম্মেদ, রিফা আফরিন, ওয়ারেসুন্নেছা মেমি, অব্রু কানন আলমগীর, সৌমিত্র সাধু, তারেক আল সাকিব সহ আরও অনেকে। এরপর দলীয় আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

(এসআই/এসপি/ফেব্রুয়ারি, ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test