E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

জাফর ইকবালকে ছুরিকাঘাত : শাবিপ্রবিতে নিরাপত্তা জোরদার

২০১৮ মার্চ ০৩ ২০:০৯:৫৩
জাফর ইকবালকে ছুরিকাঘাত : শাবিপ্রবিতে নিরাপত্তা জোরদার

শাবি প্রতিনিধি : বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতের ঘটনায় নড়েচড়ে বসেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। ঘটনার পরপরই ছাত্রদের সহযোগিতায় হামলাকারী একজনকে আটক করা হয়েছে। ক্যাম্পাসজুড়ে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাবি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বক্তৃতা প্রদান শেষে আইসিটি ভবনে আসার সময় পেছন থেকে তার বুকে, গলায় ও মাথায় ছুরি দিয়ে আঘাত করা হয়।

জাফর ইকবাল বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছুরিকাঘাতের ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ড. মুহম্মদ জাফর ইকবালকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন ড. জাফর ইকবাল শঙ্কামুক্ত রয়েছেন। তবে ছুরিকাঘাতের কারণে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রক্তের প্রয়োজন।

প্রত্যক্ষদর্শী শিক্ষক-ছাত্রদের অভিযোগ, খোদ পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটে। যদিও হামলাকারীকে গ্রেফতার করা গেছে কিন্তু হামলার ঘটনা ঠেকাতে ব্যর্থ হয়েছে পুলিশ।

এ ব্যাপারে এসএমপির অতিরিক্ত অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ জানান ড. জাফর ইকবালের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সহযোগিতা করছে। ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীকে ছাত্রদের সহযোগিতায় আটক করা হয়েছে। কেন কি কারণে কাদের ইন্ধনে হামলা করা হয়েছে তা জানার জন্য ওই হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

(ওএস/এসপি/মার্চ ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test