E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইবিতে আরবি ভাষার ঐতিহাসিক ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট বিষয়ক সেমিনার

২০১৮ মার্চ ১১ ১৭:৪৬:২৪
ইবিতে আরবি ভাষার ঐতিহাসিক ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট বিষয়ক সেমিনার

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে ‘আরবি ভাষার ঐতিহাসকি ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. কামরুল হাসানের সঞ্চালনায় একই বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা এবং মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নেসার উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. এম. ইসারাত আলী মোল্লা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোস্তাক মাহমুদ।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ ও শিক্ষার্থীরা।

(এসআই/এসপি/মার্চ ১১, ২০১৮)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test