E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাবির ১৭৫ শূন্য আসনে ভর্তি ২১ ও ২২ মার্চ

২০১৮ মার্চ ১৩ ১৭:৪১:২৩
জাবির ১৭৫ শূন্য আসনে ভর্তি ২১ ও ২২ মার্চ

স্টাফ রিপোর্টার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতকে (সম্মান) বিভিন্ন অনুষদে শূন্য থাকা ১৭৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

মঙ্গলবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার মো: আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ১৮ মার্চ পঞ্চম মেধাতালিকা প্রকাশ এবং সেই মেধাতালিকা অনুযায়ী আগামী ২১ ও ২২ মার্চ উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করা হবে। মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা নিজ নিজ অনুষদে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ইতোমধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।

তিনি আরও জানান, ১৭৫টি আসনের মধ্যে গাণিতিক ও পর্দাথ বিজ্ঞান অনুষদে ৫৮টি, সমাজবিজ্ঞান অনুষদে ২৩টি, কলা ও মানবিক অনুষদে ১৮টি, বিজনেস স্টাডিজ অনুষদে ৯টি, জীববিজ্ঞান অনুষদে ৪৬টি, আইবিএ ১০টি, আইআইটি ৮টি এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ৩টি আসন শূন্য রয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ju-admisson.org) তে পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।

(টি/এসপি/মার্চ ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test