E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট : হানিফ

২০১৮ মার্চ ২৪ ১৭:৫৪:০৮
জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট : হানিফ

ইবি প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি পাকবাহিনীর সঙ্গে কখনো যুদ্ধ করেননি। যুদ্ধের সময় তিনি পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছেন।’

শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত মহান স্বাধীনতা দিবস ২০১৮ উপলক্ষে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলের, বিশ্বের বিভন্ন দেশে সংঘটিত গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ১৯৭১ এ পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে ৩০ লাখ শহীদ করেছে ও ২ লাখ মা-বোনের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। কিন্তু তারপর এটাকে আন্তার্জাতিক ভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। জিয়াউর রহমান ক্ষমতায় এসে এই গণহত্যার প্রমাণ নিঃচিহ্ন করেছে। তিনি পাকিস্তানের দালাল হিসেবে এদেশে কাজ করেছেন।

এর আগে তিনি বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নির্মিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তিয়াশা চাকমা ও ফোকলো স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাইদুর রহমানের সঞ্চালনায় উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগতবক্তব্য প্রদান করেন মহান স্বাদীনতা দিবস ২০১৮ উদ্যাপন উপ-কমিটির আহ্বায়ক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড মোহা. জাহাঙ্গীর হোসেন। এসময় আরও বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম ও সভাপতি শাহিনুর রহমান শাহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই এমপি, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা।

(এসআই/এসপি/মার্চ ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test