E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উন্নত দেশ গড়ার প্রত্যয়ে গ্রিন ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস পালন

২০১৮ মার্চ ২৬ ১৬:০৯:১১
উন্নত দেশ গড়ার প্রত্যয়ে গ্রিন ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস পালন

স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে গ্রিন ইউনিভার্সিটি পরিবার। দিবসটি উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সভায় নতুন প্রজন্মকে প্রকৃত স্বাধীনতার রক্ষাকবচ হওয়ার আহ্বান জানিয়েছেন উপস্থিত বক্তারা। 

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ও স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, ডীন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া পিন্টু মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদান তুলে ধরেন। তিনি বলেন, দেশের বাইরে তারাই প্রথম ক্রীড়াঙ্গণে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। টুর্নামেন্ট জিতে অর্জিত টাকা তুলে দিয়েছিলেন দেশের প্রয়োজনে।

উপাচার্য ড. গোলাম সামদানী ফকির বলেন, উন্নয়নশীল বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। স্বাধীনতা রক্ষার কাজেও তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ গ্রিন ইউনিভার্সিটি ফুটবল দলের প্রধান উপদেষ্টা হিসেবে জাকারিয়া পিন্টুর নাম ঘোষণা করেন; যা তিনি সানন্দে গ্রহণ করে নেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(বিজ্ঞপ্তি/এসপি/মার্চ ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test