E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চবি ছাত্রলীগের সম্পাদক পদে আলোচনায় দিনার

২০১৮ এপ্রিল ৩০ ২২:২৩:৪২
চবি ছাত্রলীগের সম্পাদক পদে আলোচনায় দিনার

বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলনে তারিখ ঘোষণা হয়েছে। এর পুর্বেই ঘোষণা হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কমিটি।

চবিতে ছাত্রলীগের সংগঠনের নতুন নেতৃত্বে কারা আসছেন, এ নিয়ে শুরু হয়েছে সর্বত্রেই আলোচনা।

পদপ্রত্যাশীদের শুরু হয়েছে দৌঁড়ঝাপ, তদবিরের চেষ্টায়। কেন্দ্রীয় নেতাদের সুপারিশ নিতেও অনেকে ব্যস্ত।

তথ্যমতে, চবিতে এবার নেতৃত্বে আসতে পারে দুঃসময়ে সংগঠনের জন্য ত্যাগ এবং ইতিবাচক কর্মকা-ের সাথে জড়িত পরিচ্ছন্ন ইমেজের নতুন কান্ডারী কেউ।

সম্মেলন বা কাউন্সিল নিয়ে জটিলতা থাকায়,বরাবরেই কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশক্রমে নতুন নেতৃত্বগুণ তৈরি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায়।

ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মেয়াদ দুই বছর এবং জেলা কমিটির মেয়াদ এক বছর।

সেই হিসাবে বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটি মেয়াদোত্তীর্ণ ও নানা বিতর্কে স্থগিত হয় গত ৬ ডিসেস্বর।

এমন অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ও কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্দেশে দ্রুত ঘোষণা হচ্ছে চবি শাখার ছাত্রলীগের কমিটি।

ইতোমধ্যে গুরুত্বপূর্ণ এ ইউনিটটির কার্যক্রম সচল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কেন্দ্রীয় সংসদ।

বরাবরের মতেই এবারও সভাপতি পদ পেতে যাচ্ছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের (সাবেক মহিউদ্দিন গ্রুপ) অনুসারী পক্ষ ।

আর সাধারণ সম্পাদকের পদটি পেতে যাচ্ছে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী পক্ষ।

এতে সম্পাদক পদে আলোচনায় রয়েছেন: সাবেক যুগ্ম সম্পাদক আবু তোরাব পরশ, সাবেক উপ–দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল, সাবেক উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার, সাবেক উপ- সাহিত্য সম্পাদক ইমাম উদ্দিন ফয়সাল পারভেজ, সাবেক উপ- গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ অভি ও সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ পারভেজ ।

নেতৃত্বে কারা আসছেন,এসব বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ও চবির শিক্ষার্থীরা মন্তব্য না করলেও একজন ছাত্র নেতা বলেন, ছাত্র লীগের অভিভাবক হিসেবে দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় কমিটি কতৃক চূড়ান্ত হচ্ছে নতুন নেতৃত্বগুণ।

তবে সর্বত্রেই গ্রহনযোগ্যতার দিক দিয়ে সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে রয়েছেন রকিবুল হাসান দিনার। যিনি নাট্যকলা বিভাগে অধ্যয়নরত।

সম্পাদক পদে অন্যান্য প্রার্থীরা নানা বিতর্কিত ও মামলার আসামী হলেও দিনার এক্ষেত্রে অত্যন্ত যোগ্য ও গ্রহণযোগ্য ও এগিয়ে রয়েছেন বলে জানা যায়।

যিনি কলেজ জীবন হতে ছাত্রলীগের সক্রিয় কর্মী হয়ে ফতেপুর শাখা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি,টিপু -সুজন কমিটির সাবেক উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক।

চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী পরিবারের মরহুম এমএ ওহাবের নাতি। যিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এছাড়াও ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ।

দিনারের বেড়ে ওঠা চট্টগ্রাম শহরের একটি আওয়ামী রাজনীতির সম্ভ্রান্ত পরবিারে।

অন্যদিকে আগামীতে নির্বাচনের বছর সুতরাং নানা কর্মসূচি হতে পারে বিশ্ববিদ্যালয় গুলোতে। যা পালন করা অনেকটা কঠিন ও চ্যালেঞ্জ।

তাই যোগ্য নেতৃত্বে দিনারের হাতে চবির দায়িত্বভার আসতে পারে বলে মন্তব্য করেন একাধিক শিক্ষার্থীরা।

(জেজে/এসপি/এপ্রিল ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test