E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গ্রিন ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ কুইজ প্রতিযোগিতা

২০১৮ অক্টোবর ০৭ ১৭:১৫:২০
গ্রিন ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ কুইজ প্রতিযোগিতা

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : রাজধানীর গ্রিন ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃবিভাগ কুইজ প্রতিযোগিতা-২০১৮’।  বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলেপমেন্ট ও আইকিউএসি আয়োজিত তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৫৩টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে রোববার কম্পিউটার বিজ্ঞানী ও বুয়েট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে টেক্সটাইল ও ইংরেজি বিভাগ থেকে নির্বাচিত দুটি টিম এতে চ্যাম্পিয়ন ও রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় বাংলাদেশ, আন্তর্জাতিক, খেলাধুলা, বিজ্ঞান ও ইতিহাসসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন করা হয়। যাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই’শ শিক্ষার্থী অংশ নেয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, ডিন অধ্যাপক ড. মো. গোলাম আহমেদ ফারুকী, প্রফেসর ড. নিতাই চন্দ্র সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।

(পিআর/এসপি/অক্টোবর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test