E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তিযুদ্ধ শেষ

২০১৮ অক্টোবর ১২ ১৪:৫৩:৪৩
ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তিযুদ্ধ শেষ

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে এ ভর্তিযুদ্ধ চলে ১১টা পর্যন্ত।

এ বছর ১ হাজার ৬১৫টি (বিজ্ঞানে- ১ হাজার ১৫২টি, বিজনেস স্টাডিজে- ৪১০, মানবিকে- ৫৩টি) আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৫ হাজার ৩৪১ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়াই করছেন ৫৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ৫০টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৩১টি স্কুল-কলেজসহ মোট ৮১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আগেই ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন ইলেকট্রনিক ডিভাইস/যন্ত্র নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করে।

বাইরের কেন্দ্রগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং হাজারীবাগে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজ, আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (আজিমপুর শাখা)।

এ ছাড়া ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, নীলক্ষেত হাই স্কুল, ঢাকা কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, শেরে বাংলানগর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, শেরেবাংলা নগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সরকারি তিতুমীর কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে (কলেজ শাখা), ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে (স্কুল শাখা), হাবিবুল্লাহ বাহার কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট্রাল উইমেন্স কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

(ওএস/এসপি/অক্টোবর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test