E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভর্তি জালিয়াতি নিয়ে রাবি ছাত্রলীগ নেতার ফোনালাপ ফাঁস

২০১৮ অক্টোবর ১৪ ১৪:৩৫:৫৫
ভর্তি জালিয়াতি নিয়ে রাবি ছাত্রলীগ নেতার ফোনালাপ ফাঁস

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি জালিয়াতিতে ছাত্রলীগ নেতার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। ভর্তি জালিয়াতিতে ওই ছাত্রলীগ নেতার সম্পৃক্ততার বিষয়ে ৯ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ফোনালাপের অডিও এই প্রতিবেদকের হাতে এসেছে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তারেক আহমেদ খান শান্ত। ফোনালাপটির কিছু অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো-

ভর্তিচ্ছু : ভাইয়া আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছি। যেকোন মূল্যে পাবলিক ভার্সিটিতে ভর্তি হতে হবে। বাসা থেকে চাপ দিচ্ছে। কত লাখ টাকা লাগতে পারে?

ছাত্রলীগ নেতা শান্ত : তুমি কোন ইউনিটে ফরম তুলছো? সায়েন্স হলে একটু কঠিন, আর্টসে সহজে করে দেয়া যাবে। এজন্য ৩ লাখ টাকা লাগবে।

ভর্তিচ্ছু : একটু কনসিডার করেন ভাইয়া।

ছাত্রলীগ নেতা শান্ত : ভাই, আমাদের সিস্টেম হচ্ছে প্রক্সি। এখানে ঢাকা থেকে এক্সপার্ট এসে পরীক্ষা দিয়ে যায়। তাদেরকে দিতে হয় দেড় থেকে দুই লাখ টাকা। একটি সিন্ডিকেট আছে তাদেরও টাকা দিতে হয়। তারপর আমাদের জন্য খুব একটা বেশি লাভ থাকে না। ঠিক আছে তুমি যেহেতু বলছো তোমার জন্য আড়াই লাখ করে দিতে পারবো। এর কম হবে না।

এছাড়াও ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দু’জনের মধ্যে কথা হয়েছে। তাদের মধ্যে মোট ৯ মিনিট ৫৫ সেকেন্ড কথা হয় এবং ওই ভর্তিচ্ছু শিক্ষার্থীকে রাবি ক্যাম্পাসে ডাকেন ছাত্রলীগ নেতা।

বিষয়টি স্বীকার করে অভিযুক্ত ছাত্রলীগ নেতা তারেক আহমেদ খান শান্ত বলেন, আমার কাছে একটা ফোনই এসেছিল। এরপর থেকে ওই ফোন নম্বর বন্ধ। পূবশত্রুতার জের ধরে রাবি ছাত্রলীগের সহ-সম্পাদক হাসিবুল হাসান শান্ত ও উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাউসার আমাকে ফাঁসানোর চেষ্টা করছে বলে মনে হচ্ছে।

তবে এ বিষয়ে কথা বলার জন্য হাসিবুল হাসান ও কাউসারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

এর আগেও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ভর্তি জালিয়াতিতে সম্পৃক্ততার অভিযোগ ছিল। গত বছর ১৮ জুলাই ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে বান্ধবীসহ গ্রেফতার হন রাবি ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম-সম্পাদক সাব্বির হোসেন। গত ১৭ ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় রাবি ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মেহেদি হাসান সজল ও ছাত্রলীগকর্মী মোস্তফা বিন ইসমাইলকে আটক করে পুলিশ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, আমাদের কোনো নেতাকর্মী এসব কাজের সঙ্গে জড়িত কি-না জানা নেই। ছাত্রলীগের নাম ভাঙিয়ে কোনো নেতাকর্মীর এসব কাজের সঙ্গে সম্পৃক্ততা পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

এদিকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার বাকি আর মাত্র আট দিন। অন্যান্য বছরের ন্যায় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ইতোমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে জালিয়াতি চক্র।

তবে জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সজাগ রয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, গতবছরের মতো এবারও ভর্তি পরীক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। যেকোনো ধরনের জালিয়াতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর থাকবে। রোববার এ বিষয়ে মিটিং আছে। সেখানে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

(ওএস/এসপি/অক্টোবর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test