E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পবিপ্রবির ২০১৮-১৯ সেসনে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু

২০১৮ ডিসেম্বর ১০ ১৫:৩৬:০১
পবিপ্রবির ২০১৮-১৯ সেসনে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়খালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বষের্র ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ১০ জন শিক্ষার্থী পরিক্ষা দিতে পারবে। এবারের ভর্তি পরীক্ষায় ৭শ’ ৩০টি আসনের  বিপরীতে মোট আবেদন করেছে ১০ হাজার ৮শ’ ৬৪জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী।  

পবিপ্রবি’র জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, ২০১৮-২০১৯ সেসনে পবিপ্রবি’র তিনটি ইউনিটে আটটি অনুষদে মোট ৭শ’ ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। আলাদা আলাদা ভাবে ‘এ’ ইউনিটে ৫৬০টি সিটের বিপরীতে আবেদন করে ৬ হাজার ৪শ’ ৩১জন শিক্ষার্থী। এর মধ্যে থেকে বাছাই করে মোট আসনের দশগুন শিক্ষার্থীকে ভর্তি পরিক্ষায় অংশগ্রহনের সুযোগ দেওয়া হয়েছে।

‘বি’ ইউনিটে ১০০টি সিটের বিপরীতে আবেদন করে ১ হাজার ৫শ’ ৮৯জন শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে প্রতি সিটের বিপরীতে লড়াই করবে ১৬ জন শিক্ষার্থী। ‘সি’ ইউনিটে ৭০টি সিটের বিপরীতে আবেদন করে ২ হাজার ৮শ’ ৪৪জন শিক্ষার্থী। ‘সি’ ইউনিটে প্রতি সিটের বিপরীতে লড়াই করবে ৪১ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ সোম ও আগামীকাল মঙ্গলবার। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সোমবার সকাল ১১ টায়। ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা মঙ্গলবার সকাল ১১ টায় ও বিকাল ৩ টায়। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংশ্লিষ্ট কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

(এস/এসপি/ডিসেম্বর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test