Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

ডাকসু : গঠনতন্ত্র নিয়ে ছাত্র সংগঠনের সঙ্গে বসেছে কমিটি

২০১৯ জানুয়ারি ১০ ১৪:৩১:৪২
ডাকসু : গঠনতন্ত্র নিয়ে ছাত্র সংগঠনের সঙ্গে বসেছে কমিটি

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নিবার্চনের পূর্বে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন ও যুগোপযোগী করার লক্ষ্যে ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বসেছে গঠনতন্ত্র সংশোধন কমিটি। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে এ মতবিনিময় সভা শুরু হয়েছে।

সভায় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমানের নেতৃত্ব অন্যান্য সদস্যদের মধ্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক রহমত উল্লাহ, অধ্যাপক জিনাত হুদা, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদের সদস্যরা উপস্থিত আছেন।

এছাড়া ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রলীগের পক্ষ হতে ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন; ছাত্রদলের পক্ষে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী; ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ফয়েজ উল্লাহ, ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীরসহ ছাত্র সংগঠনগুলোর নেতারা উপস্থিত আছেন। তারা নিজ নিজ সংগঠনের পক্ষে মতামত ব্যক্ত করবেন।

এর আগে গত ৬ জানুয়ারি সব ছাত্র সংগঠনকে সভায় উপস্থিত থেকে নিজ নিজ সংগঠনের পক্ষে প্রস্তাবনা দেয়ার জন্য চিঠি দেয়া হয়েছে। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ছাত্র সংগঠনগুলো। আজকের সভায় ছাত্র সংগঠনগুলোর নেতারা নিজ নিজ সংগঠনের অবস্থান তুলে ধরবেন।

(ওএস/এসপি/জানুয়ারি ১০, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ জুন ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test