E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পবিপ্রবিতে কৃষিবিদ দিবস পালিত 

২০১৯ ফেব্রুয়ারি ১৩ ১৮:৩৬:২১
পবিপ্রবিতে কৃষিবিদ দিবস পালিত 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : “বঙ্গবন্ধু’র অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান” এ স্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস-২০১৯ পালিত হয়েছে। 

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় একাডেমিক ভবনের সামনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ।

সকাল পৌনে ১০টায় একাডেমিক ভবন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে ক্যাম্পাস ও দুমকি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসি ভবনে এসে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ। পরে টিএসসি ভবনের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষি অনুষদের ডিন ও কৃষিবিদ দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. গোলাম রব্বানী আকন্দ’র সভাপতিত্বে আলোচনা সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ প্রধান অতিথি’র বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী বিশেষ অতিথি ছিলেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ ক ম মোস্তফা জামান, প্রক্টর প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী, রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, সহকারি অধ্যাপক মি. লিটন চন্দ্র সেন ও শিক্ষার্থী অন্তর প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব ও সহকারি অধ্যাপক মি. সুজন কান্তি মালি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা,শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসএইচ/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test