E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পাবিপ্রবিতে ছাত্র-ছাত্রীদের জন্য নতুন বাস

২০১৯ ফেব্রুয়ারি ১৮ ১৮:০২:৩১
পাবিপ্রবিতে ছাত্র-ছাত্রীদের জন্য নতুন বাস

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস উদ্বোধন করা হয়েছে। 

আজ সোমবার সকালে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী ৫২ আসনের বাসটি উদ্বোধন করেন। মাননীয় উপচার্য মহোদয় ফিতা কেটে বাসের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য এই বাস ক্রয় করা হয়েছে। আমরা সবসময়ই শিক্ষার্থীদের লেখাপড়ার সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য কাজ করে চলেছি। শিক্ষার্থীদের দায়িত্ব বেড়ে গেল। কারণ জনগণের টাকায় কেনা হয়েছে এই বাস। তাই শিক্ষা জীবন শেষ করে উন্নত দেশ গঠনে ও দেশবাসীর কল্যাণে তাদের আত্ম নিয়োগ করা উচিত। এরপর উপাচার্য মহোদয় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের নিয়ে বাসটি পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নতুন বাস পেয়ে উত্তারাধিকার ৭১ নিউজকে জানান, তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করার জন্য উপাচার্য স্যার কে ধন্যবাদ। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে প্রফেসর ড. এম রোস্তম আলী যোগদানের পর থেকেই বিশ্ববিদ্যালয় নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, তৈরি হয়েছে লেখাপড়ার শান্তিপূর্ন পরিবেশ ।

(পিএস/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test