E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্ষবরণের দিন জরুরি চিকিৎসাসেবা মিলবে টিএসসিতে

২০১৯ এপ্রিল ১০ ২১:২৬:৫১
বর্ষবরণের দিন জরুরি চিকিৎসাসেবা মিলবে টিএসসিতে

স্টাফ রিপোর্টার : বাংলা নববর্ষ বরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হবে। পাশপাশি ক্যাম্পাসে আগতদের জন্য থাকবে পানীয় জলের ব্যবস্থা। 

বুধবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলা নববর্ষ-১৪২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় সমন্বয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এতে সভাপতিত্ব করেন। সভায় কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য-সচিব অধ্যাপক নিসার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচি অনুযায়ী আগামী ১৪ এপ্রিল সকাল ৯টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। ওইদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা ও ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদ প্রস্তুত করা মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। ক্যাম্পাসে নববর্ষের দিন সব ধরনের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। সভায় এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের হাজি মুহম্মদ মুহসীন হল মাঠ সংলগ্ন এলাকা, ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন এলাকা, দোয়েল চত্বরের আশপাশের এলাকা ও কার্জন হল এলাকায় মোবাইল পাবলিক টয়লেট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

(ওএস/এএস/এপ্রিল ১০, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test