E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ববিতে অনশনে ২০ জন অসুস্থ, পুলিশ ফাঁড়ির ইনচার্জ ক্লোজড

২০১৯ এপ্রিল ২৬ ১৪:২৩:৫৬
ববিতে অনশনে ২০ জন অসুস্থ, পুলিশ ফাঁড়ির ইনচার্জ ক্লোজড

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ববি’র উপাচার্য প্রফেসর এসএম ইমামুল হকের অপসারণের দাবিতে শুরু হওয়া আমরণ অনশন কর্মসূচি দ্বিতীয় দিন শেষে শুক্রবার তৃতীয় দিনে পা দিয়েছে। দ্বিতীয় দিন শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সহসভাপতি কায়ছার আহম্মেদ জয়, সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকারসহ চারজন শিক্ষক অসুস্থ হয়ে পরেছেন।  যারমধ্যে শিক্ষক সমিতির সহসভাপতি ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপককে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের ববির মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া।

অপরদিকে শুক্রবার দুপুর পর্যন্ত মোট ১৬ জন শিক্ষার্থী অসুস্থ রয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি লোকমান হোসেন। তিনি জানান, ১৬ জন শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বোটানির ষষ্ঠ ব্যাচের আনোয়ার হোসেন, অর্থনীতির ষষ্ঠ ব্যাচের রাশেদ আহমেদ, লোক প্রশাসনের ষষ্ঠ ব্যাচের মারুফ হোসেন ও সোহাগকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ক্যাম্পে চিকিৎসাধীন রয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ভিসির অপসারণ মর্মে কোন সংবাদ না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে পিছু হটবেন না। অপরদিকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া জানান, শিক্ষক সমিতির আহবানে সারাদিয়ে বুধবার থেকে এ পর্যন্ত ৫৬ জন শিক্ষক তাদের স্ব-স্ব প্রশাসনিক পদ (প্রভোষ্ট, প্রক্টর, চেয়ারম্যানসহ বিভিন্ন পদ) থেকে পদত্যাগের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছন এবং তারা এরইমধ্যে তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দর সংহতি প্রকাশ করার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ববি’র শিক্ষার্থীরা। শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ডাকসুর সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে আমাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। পাশাপাশি তারা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের (ববি শিক্ষার্থীদের) সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং উদ্ভুত সমস্যার সমাধানে দ্রুততম সময়ে যথাযথ কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান জানিয়েছেন। এজন্য আমরা তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেয়ায় গত ২৬ মার্চ থেকে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিসহ শিক্ষক ও কর্মচারীরা একাত্মতা প্রকাশ করেন। তারই ধারাবাহিকতায় ২৪ এপ্রিল থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে ভিসির অপসারনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করা হয়।

ববি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ক্লোজড ॥ ববি’র পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আসাদকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক।

তিনি জানান, প্রশাসনিক কারনে এসআই সৈয়দ আসাদকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ববিতে ভিসির অপসারনের দাবিতে চলমান আন্দোলন নিয়ে এসআই সৈয়দ আসাদ তার আইডি থেকে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। যা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর তাকে সরিয়ে নতুন একজনকে ফাঁড়ির দায়িত্ব দেয়া হয়েছে।

(টিবি/এসপি/এপ্রিল ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test