E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ববির শিক্ষক-শিক্ষার্থীদের আমরণ অনশন স্থগিত

২০১৯ এপ্রিল ২৭ ১৭:২৬:৪৮
ববির শিক্ষক-শিক্ষার্থীদের আমরণ অনশন স্থগিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ববির ভিসির অপসারণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি আগামী সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত স্থগিত করেছেন অনশনকারীরা। বরিশাল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আশ্বাসে চলমান আমরণ অনশন স্থগিত করা হয়। এসময় অনশরতদের জুস পান করিয়ে অনশন ভাঙ্গান কমিটির সদস্যরা।

শনিবার দুপুরে ববি’র শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর জানান, ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া টানা তিনদিনের অনশন কর্মসূচিতে ২৫জন শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ হয়ে পরলে শুক্রবার বিকেলে ববি’র সাবেক সিন্ডিকেট সদস্য প্রফেসর মোহাম্মদ হানিফের নেতৃত্বে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট এসএম ইকবাল, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ স ম ইমানুল হাকিমসহ নয় সদস্যের একটি সুশীল সমাজের প্রতিনিধি দল অনশনরত শিক্ষক-শিক্ষার্থীদের অনশন ভাঙ্গার আহবান জানান। অনশরত শিক্ষক-শিক্ষার্থীরা সুশীল সমাজের আহবানে সাড়া দিয়ে সোমবার পর্যন্ত আমরন অনশন কর্মসূচি স্থগিত করেন। তবে অন্যান্য কর্মসূচি চলমান থাকবে।

তিনি আরও জানান, সোমবারের মধ্যে ভিসির অপসারণ অথবা পুর্ন মেয়াদের ছুটি না হলে মঙ্গলবার থেকে পুনরায় কঠোর কর্মসূচি পালন করার ঘোষনা দিয়েছে আন্দোলনকারীরা। প্রফেসর মো. হানিফ জানান, সমস্যা সমাধানের জন্য অনশরতদের কাছ থেকে মঙ্গলবার পর্যন্ত সময় চেয়েছি। আশা করছি এই সময়ের মধ্যেই এই সমস্যার সমাধান হবে।

উল্লেখ্য, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় প্রতিবাদ করলে শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দেওয়ায় ভিসির পদত্যাগের দাবিকে আন্দোলন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা। পরবর্তীতে তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিসহ শিক্ষকদের একাংশ ও কর্মচারীরা একাত্মতা প্রকাশ করেন। তারই ধারাবাহিকতায় ২৪ এপ্রিল থেকে শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে ভিসির অপসারণ দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছিলো শিক্ষক-শিক্ষার্থীরা।

(টিবি/এসপি/এপ্রিল ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test