E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নজরুল বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত

২০১৯ জুলাই ০২ ২৩:০২:৩৮
নজরুল বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ‘গাহি সাম্যের গান মঞ্চে’ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ। মূখ্য আলোচক হিসেবে ছিলেন রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ভারতীয় হাই কমিশনের পরিচালক ড. নীপা চৌধুরী।

আলোচক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে। শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম ও কর্মকর্তা পরিষদের সভাপতি মোকারেরম হোসেন মাসুম। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর। ধন্যবাদজ্ঞাপন করেন রবীন্দ্র জয়ন্তী ২০১৯ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন।

এদিকে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান তিনদিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন। এ বইমেলা উৎসব চলবে বৃহস্পতিবার পর্যন্ত। মেলায় বাংলা একাডেমি, নজরুল ইন্সটিটিউট, প্রথমা, অন্বেষা, ঐতিহ্য, ইউপিএল, কথাপ্রকাশ, অনন্যা, সময়, কাকলী, অনুপম, নন্দিতা, সমকালীন, পাদদেশ, ইকরিমিকরি সহ প্রায় ২০টির মতো প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে।

সকাল সাড়ে ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। ‘রবীন্দ্রনাথের পল্লী উন্নয়ন ভাবনা’ নিয়ে প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রবন্ধ আলোচনা করেন ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন। ‘মানবিক সম্পর্ক ভাবনায় রাবীন্দ্রিক প্যারাডাইমঃ পরিপ্রেক্ষিত রবীন্দ্র-নাট্যের নারী-পুরুষ সম্পর্ক’ নিয়ে প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. আহমেদুল বারী, প্রবন্ধ আলোচনা করেন ভারতের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মঞ্জুলা বেরা।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় ‘গাহি সাম্যের গান মঞ্চে’ শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী রবীন্দ্র জয়ন্তীর আয়োজন।

(এম/এসপি/জুলাই ০২, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test