E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সর্বস্তরের শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন 

২০১৯ সেপ্টেম্বর ০৩ ১৭:৩০:৪০
সর্বস্তরের শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন 

পাবনা প্রতিনিধি : ইউজিসি কর্তৃক প্রনীত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অবৈধ “অভিন্ন নীতিমালা” বাতিল এবং প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরের শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার দাবীতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

উক্ত মানববন্ধনে উপস্থিত শিক্ষকগণ বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন পরিপন্থি প্রস্তাবিত অভিন্ন নীতিমালা প্রত্যাখান করেন ।

উক্ত মানববন্ধনে প্রাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মো : ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মীর খালেদ ইববাল চৌধুরী, সহযোগী অধ্যাপক ড.হাসিবুর রহমান, সহযোগী অধ্যাপক ড. শামীম রেজা, সহযোগী অধ্যাপক উত্তম কুমার চৌধুরী, প্রভাষক মোছা: সোনিয়া খাতুন, প্রভাষক এইচ.এম মুশফিকুর রহমান নবীন প্রমুখ ।

প্রাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মো; ওমর ফারুক বলেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমুহের স্বায়ত্তশাসন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদান করেন ।বর্তমানে প্রস্তাবিত অভিন্ন নীতিমালা সেই স্বায়ত্তশাসনের পরিপন্থী ।তাই এই অভিন্ন নীতিমালা আমরা প্রত্যাখান করছি ।

প্রতিটি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি নীতিমালা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সিন্ডকেট/রিজেন বোর্ড অনমোদন করবে । এ ধরনের অভিন্ন নীতিমালা বিশ্বের কোথায়ও আছে বলে আমার জানা নেই ।এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহের জন্য এরুপ নীতিমালা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে ।

(পিএস/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test