E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষার্থীদের সঙ্গে বসছেন বুয়েট ভিসি, দেবেন সব প্রশ্নের জবাব

২০১৯ অক্টোবর ১০ ২২:১৮:৫৩
শিক্ষার্থীদের সঙ্গে বসছেন বুয়েট ভিসি, দেবেন সব প্রশ্নের জবাব

ক্যাম্পাস প্রতিনিধি : শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আলোচনায় বসার প্রস্তাব পাঠিয়েছেন বুয়েট ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল পাঁচটায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে এ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন ছাত্র কল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

মিজানুর রহমান বৃহস্পতিবার রাতে জানান, শিক্ষার্থীদের কয়েক দফা দাবির মধ্যে ভিসি স্যারের জবাবদিহির বিষয়টি রয়েছে। শিক্ষার্থীদের সব প্রশ্নের জবাব দিতে শুক্রবার বিকেল পাঁচটায় তাদের সঙ্গে বৈঠক করার প্রস্তাব পাঠানো হয়েছে। বুয়েটের একজন শিক্ষকের মাধ্যমে এ প্রস্তাব শিক্ষার্থীদের কাছে পৌঁছানো হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের যেসব দাবি রয়েছে, সেগুলো বুয়েট প্রশাসন কীভাবে বাস্তবায়ন করবে সে বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

এ আলোচনার মাধ্যমে বুয়েটের চলমান অস্থির পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে আন্দোলনকারী একাধিক শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, ভিসি স্যার চাইলে আমরা যেকোনো সময় আলোচনায় বসতে রাজি আছি।

তারা বলেন, ডিসি স্যারের কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, সেসব প্রশ্নের উত্তর স্যারকে দিতে হবে। পাশাপাশি আমাদের যেসব দাবি রয়েছে তা বাস্তবায়নে শুধু আশ্বাস না, এ বিষয়ে প্রশাসনিক প্রজ্ঞাপন জারি করতে হবে।

তবেই তারা আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরবেন বলেও জানান।

রোববার (৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাহাদকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর থেকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে আন্দোলনে নামেন।

(ওএস/অ/অক্টোবর ১০, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test