E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ রাসেলের জন্মদিনে পথ শিশুদের পাশে জাবি ছাত্রলীগ

২০১৯ অক্টোবর ১৮ ২০:১০:১৭
শেখ রাসেলের জন্মদিনে পথ শিশুদের পাশে জাবি ছাত্রলীগ

জাবি প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং পথ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শুক্রবার (১৮ অক্টোবর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে অর্ধশতাধিক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেন তারা।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দেড়-শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। খাবার বিতরণকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, 'আজ শেখ রাসেলের জন্মদিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেন। ১৯৭৫ এর সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি সেই সকল দোষীদের প্রতি যারা ছোট্ট একটা নিষ্পাপ শিশুকেও ছাড় দেয়নি।'

সহযোগিতায় ছিলো সামাজিক কল্যাণভিত্তিক সংগঠন Green Survivor Bangladesh(GSB)। GSB এর সেক্রেটারি ছাত্রলীগ কর্মী সৌরভ কাপালি বলেন,"শিশু রাসেলের মুখের নিষ্পাপ হাসিটুকু ওরা কেড়ে নিয়েছে। তার স্মরণার্থে এবং তারই আত্মার শান্তি কামনায় আমরা কিছু পথশিশুর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। মানবিক ছাত্রনেতা জুয়েল ভাইয়ের নেতৃত্বে জাবি ছাত্রলীগ এমন মানবিক কাজে বদ্ধপরিকর।

উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের বুলেটের আঘাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হত্যা করা হয় শিশু রাসেলকেও। পাঁচ ভাইবোনের মধ্যে রাসেল ছিলেন সর্বকনিষ্ঠ।

(পিএস/১৮ অক্টোবর, ২০১৯ ইং)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test