E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেরোবিতে প্রতি আসনে লড়বে ৬০ জন

২০১৯ অক্টোবর ২৭ ১৮:২৫:৩৫
বেরোবিতে প্রতি আসনে লড়বে ৬০ জন

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৬০ জন ভর্তিচ্ছু। এবারে ৬ টি অনুষদে ২১টি বিভাগের অধীনে ১ হাজার ৩১৫টি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ৭৭ হাজার ৭২৪টি। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের কর্মকর্তা আরিফুল ইসলাম ।

তিনি জানান, ‘এ’ ইউনিটে (কলা অনুষদ) আবেদন করেছে ২০ হাজার ৭৯২ জন, ‘বি’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান অনুষদ) ২৩ হাজার ৯২ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য অনুষদ) ৯ হাজার ৮৭৫ জন, ‘ ডি’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ৮ হাজার ৮৬০ জন, ‘ই’ ইউনিটে (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) ৬ হাজার ৯১৫ জন এবং ‘এফ’ ইউনিটে (জীব ও ভূবিজ্ঞান অনুষদ) আবেদন করেছে ৮ হাজার ১৯০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি অনুষদে ২১টি বিভাগের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ থেকে ১৪ নভেম্বর। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (নৎঁৎ.ধপ.নফ) এ পাওয়া যাবে।

প্রসঙ্গত, ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ৩ অক্টোবর এবং আবেদনের শেষ তারিখ ছিল ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

(এমএইচ/এসপি/অক্টোবর ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test