E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গভীর রাতে বেরোবি’র আবাসিক হলে পুলিশী অভিযান

২০১৯ নভেম্বর ০৫ ১৬:৩৪:৪১
গভীর রাতে বেরোবি’র আবাসিক হলে পুলিশী অভিযান

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দুই আবাসিক হলে সোমবার দিবাগত রাত দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযানে কাউকে আটক বা হল থেকে বের করে দেয়া হয়নি। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠু থাকতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে প্রভোস্ট কমিটি। তবে, গভীর রাতে প্রশাসনের আকস্মিক অভিযানে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, সোমবার রাত দেড়টার দিকে তিন শতাধিক পুলিশ সদস্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ মুখতার ইলাহী হলে অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় দুই হলের প্রত্যেক রুমে গিয়ে অনাবাসিক ও বহিরাগতদের চিহ্নিত করা হয়। তবে, দীর্ঘ অভিযানে বহিরাগত দুই যুবককে আটক করে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

জানা যায়, অভিযানের আগাম তথ্য ছড়িয়ে পড়ায় রাত দশটার আগেই হল থেকে সটকে পড়ে অনাবাসিক শিক্ষার্থীরা। এরপরও কিছু অনাবাসিক শিক্ষার্থীকে হলে পাওয়া গেলেও তাদেরকে বের করে দেয়া হযনি।

এবিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কমিটির সদস্য সচিব তাবিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সুষ্ঠ রাখতেই গতরাতে অভিযান চালানো হয়েছে। গভীর রাতে অভিযান পরিচালনার বিষয়ে তিনি বলেন, বিগত সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে সাধারণত রাতেই অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, সামনে ভর্তি পরীক্ষা, তাই হলে যাতে কোনো বহিরাগত অবস্থান করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতেই অভিযান চালানো হয়েছে।

এ বিষয়ে রংপুর পুলিশের উপকমিশনার কাওসার বলেন, বহিরাগত বা নন ছাত্র আছে কিনা এটা আমরা হলগুলোতে চেক করেছি। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নির্দেশই আমরা এ কাজটা করেছি। সারাদেশেই এ কাজটি হচ্ছে।

(ওএস/এসপি/নভেম্বর ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test