E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রুম্পার মৃত্যু : তদন্ত প্রতিবেদন দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

২০১৯ ডিসেম্বর ০৮ ১৫:২৫:০১
রুম্পার মৃত্যু : তদন্ত প্রতিবেদন দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রুম্পার মৃত্যুর তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ না করা হলে তারা রাস্তায় নেমে কঠোর আন্দোলন শুরু করবেন বলে হুমকি দিয়েছেন।

আন্দোলনকারী ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আল হাসান সুমন বলেন, ‘রুম্পার মৃত্যুর তদন্ত প্রতিবেদন প্রকাশ ও এ ঘটনায় সংশ্লিষ্টদের বিচারের দাবিতে গত তিনদিন ধরে আমরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ও ক্যাম্পাসের ভেতরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। অথচ এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে রুম্পার মৃত্যুর বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।’

তিনি বলেন, ‘রুম্পার পরিবার জানতে চায় কীভাবে সে মারা গেছে। আমাদের সহপাঠীর কীভাবে মৃত্যু হয়েছে তা আমরা জানতে চাই। এটি আত্মহত্যা না কি খুন-এ বিষয়টি দেশবাসী জানতে চায়। গত তিনদিন পার হয়ে গেলেও সেই রহস্য এখনও উদঘাটন করা হয়নি।’

এসময় আন্দোলনকারী মুখপত্র এ শিক্ষার্থী বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রুম্পার মৃত্যুর তদন্ত প্রতিবেদন প্রকাশ না করা হলে আমরা রাস্তায় নেমে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। এই সময়ের মধ্যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা চলবে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলে সকল ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা রাস্তায় নামতে বাধ্য হবে।’

গত বুধবার (৪ ডিসেম্বর) রাতে সিদ্ধেশ্বরী এলাকার রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন রাতে স্বজনেরা রমনা থানায় লাশের ছবি দেখে শারমিনের পরিচয় শনাক্ত করেন। এক ভাই, এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের স্নাতকের ছাত্রী ছিলেন। তার বাবা রোকনউদ্দিন হবিগঞ্জের একটি পুলিশ ফাঁড়ির পরিদর্শক।

তবে রুম্পার মৃত্যুর কারণ কী, সে উত্তর খুঁজে পাচ্ছে না পুলিশ। ঘটনাটির তদন্তের সঙ্গে যুক্ত পুলিশের কর্মকর্তারা বলছেন, শারমিন খুন হয়েছেন, সেটি ধরেই তদন্ত হচ্ছে। তার মোবাইল ফোনের কললিস্ট যাচাই-বাছাই করা হচ্ছে। কিন্তু কে বা কারা, কীভাবে এবং কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

এদিকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার ‘হত্যার’ বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা সমাবেত হয়ে এ কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচি থেকে বিচার দাবিতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজধানীর সিদ্ধেশ্বরীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test