E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাবি-বুয়েটকে পেছনে ফেলে দেশসেরা শাবি

২০২০ জানুয়ারি ১০ ১৬:১৫:৩৭
ঢাবি-বুয়েটকে পেছনে ফেলে দেশসেরা শাবি

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে প্রথমবারের মতো দেশসেরা ‘ডিজিটাল ক্যাম্পাস অ্যাওয়ার্ড’ পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)।

শুক্রবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব তথ্য জানান শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়কে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।

গত বুধবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পক্ষে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন থাকায় অ্যাওয়ার্ড গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি উপাচার্য। এর আগে ‘ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড- ২০১৭’ পেয়েছিল বিশ্ববিদ্যালয়টি।

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা ক্যাম্পাসকে ডিজিটাল করার ঘোষণা দিয়েছিলাম। সেই লক্ষ্য পূরণে আমরা কাজ করেছি। ফলে আজ আমাদের এ অর্জন। এ অর্জন বিশ্ববিদ্যালয় পরিবারের সবার। আমরা এ অর্জন ধরে রাখতে চাই।

তিনি আরও বলেন, সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক কম্পিউটার কোর্স চালু, ক্লাসের উপস্থিতিতে স্বয়ংক্রিয় শনাক্তকরণ পদ্ধতি চালু ও মানবিক রোবট ‘লি’ এবং বাংলায় কথা বলতে পারা রোবট ‘রিবো’র জন্য এ পুরস্কার অর্জন। এজন্য সংশ্লিষ্ট সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

(ওএস/এসপি/জানুয়ারি ১০, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test