E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জবি শিক্ষক সমিতির সভাপতি নূরে আলম, সম্পাদক শামীমা

২০২০ জানুয়ারি ২৮ ১৮:৩১:১৩
জবি শিক্ষক সমিতির সভাপতি নূরে আলম, সম্পাদক শামীমা

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. মনিরুজ্জামান খন্দকার এ ফল ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ ভোট পান ৩১৮ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর পান ১৯৩ ভোট। জয় বাংলা শিক্ষক সমাজ মনোনীত সভাপতিপ্রার্থী অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস পান ১০ ভোট। নতুন কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সাম্পাদক পদে ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন অধ্যাপক ড. শামীমা বেগম এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. একে এম লুৎফর রহমান পান ২৩৩ ভোট।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মনিরুদ্দিন ও কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. জহিরুদ্দিন আরিফ নির্বাচিত হন।

এছাড়া সদস্যপদে নির্বাচিত হন ড. জি এম আলামিন, ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, নোমান মাহফুজ, মোহাম্মদ ইলিয়াস, ড. মোহাম্মদ রেজায়ুল হোসাইন, মোহাম্মদ ইমরান হোসাইন, সাহানা আক্তার, ড. আবুল হোসেন, ড. প্রতিভা রানী কর্মকার এবং লুৎফর নাহার।

উল্লেখ্য, এবার নির্বাচনে ছয়টি পদে ৩১ জন পদপ্রত্যাশী শিক্ষক লড়াই করেন। এদের মধ্যে থেকে ১৫ জন নির্বাচিত হন। সদস্যপদে ১০ জন ও বাকি ৫ পদে একজন করে নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন এবং সদস্য পদে ২০ জন শিক্ষক নির্বাচনে অংশগ্রহণ করেন। এবার নির্বাচনে মোট ভোটার ছিল ৬৭৮ জন এবং ভোটে অংশগ্রহণ করেন ৫২৪ জন শিক্ষক।

(ওএস/এসপি/জানুয়ারি ২৮, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test