E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ববির দুই শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার

২০২০ ফেব্রুয়ারি ২৮ ১৭:৫৫:২৮
ববির দুই শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : হামলা চালিয়ে কুপিয়ে জখম ও আবাসিক হলে আটকিয়ে ছাত্র নির্যাতনের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার দিবাগত রাত নয়টায় এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস। সাময়িক বহিস্কৃতরা হলো-বাংলা বিভাগের ছাত্র তাহমিদ জামান নাভিদ এবং ভূ-তত্ব ও খনি বিদ্যা বিভাগের ছাত্র আল-সামাদ শান্ত।

এছাড়া পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা হলেন-পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. খোরশেদ আলম, শের-ই বাংলা হলের আবাসিক শিক্ষক সাদমান শাকিব বিন রহমান এবং সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার।

এর আগে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শের-ই বাংলা হলের পক্ষ থেকে গত ২৬ ফেব্রুয়ারী আরও একটি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট ওই কমিটির আহবায়ক শের-ই বাংলা হলের আবাসিক শিক্ষক ইয়াসিফ আহমদ ফয়সাল, একই হলের আবাসিক শিক্ষক সদস্য মোঃ সোহেল রানা এবং আবাসিক শিক্ষক মোঃ সাইফুল ইসলাম।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারী রাতে শের-ই বাংলা হলের ৪০১৬ নম্বর কক্ষের আবাসিক ছাত্র মোঃ শাহজালালকে তার কক্ষ থেকে ডেকে ১০০১ নম্বর কক্ষে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন করা হয়। একইদিন বিকেলে চার শিক্ষার্থীকে কুপিয়ে আহত করে অপর শিক্ষার্থীরা।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২০)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test