E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাট সরকারি পিসি কলেজের  ৯৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২০১৪ আগস্ট ০৯ ১৫:৪৩:৩৫
বাগেরহাট সরকারি পিসি কলেজের  ৯৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটেসহ দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী সরকারি পিসি কলেজের ৯৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার সকালে কলেজ প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের কারা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন ঐতিহ্যবাহী সরকারি পি.সি. কলেজ, বাগেরহাটের অধ্যক্ষ ও ৯৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর সুকণ্ঠ কুমার মণ্ডল।

র‌্যালিটি কলেজ চত্তর প্রদক্ষিন শেষে ক্যাম্পাসের আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের (পিসি) মূর্তিতে পুষ্পমাল্য অর্পন করে। কলেজের উপ-অধ্যক্ষ প্রফেসর এস এম ওয়াহিদুজ্জামান, ৯৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক প্রভাষক শাহ আলম ফরাজি, কলেজের রোভার স্কাউট ইউনিট, বিএনসিসি প্রাটুনসহ বিভিন্ন বিভাগ ও শ্রেণীর প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী র‌্যালিতে অংশগ্রহণ করেন।
বাঙালি তথা ভারতের বিজ্ঞান ভাবনার অগ্রদূত বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তৎকালীন খলিফাতাবাদ বা হাবেলী পরগনার জমিদার, সাধারণ মানুষ ও বিদ্যোৎসাহী ব্যক্তিগণদের নিয়ে ১৯১৬-১৯১৮ সালে শহরে ‘বাগেরহাট কলেজ’ এর ভিত্তি রচনা করেন। পরবর্তিতে ১৯১৮ সালের ০৯ আগস্ট বাগেরহাট শহরের পশ্চিম পাশে বর্তমান পৌর শহরের হরিণখানা এলাকায় অবস্থিত কলেজটিকে ‘প্রফুল্ল চন্দ্র কলেজ’ নামে কলিকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃতি প্রদান করেন। সে সময় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের অনুরোধে ঋষি কামাখ্যা চরণ নাগ এ কলেজের প্রথম অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন।স্বাধীনতার পর ১৯৭৯ সালের ৭ মে তৎকালিন বাংলাদেশ সরকারের রাষ্টপতি জিয়াউর রহমান কলেজটি জাতীয়করণ করেন। স্বাধীনতার আগে থেকেই সাতক্ষীরা, যশোর, খুলনা, গোপালগঞ্জ ও বরিশালের পশ্চিমাঞ্চলের শিার্থীরা একলেজে পড়াশুনা করতো। ১৯৯৬ সাল হতে কলেজটিতে ১৪ টি বিষয়ে অনার্স ও ৬ টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে।১৯৯৬ সাল হতে কলেজটিতে ১৪ টি বিষয়ে অনার্স ও ৬ টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে। বর্তমানে প্রায় কুড়ি একর জমির উপর প্রতিষ্ঠিত কলেজের একাদশ-দ্বাদশ, অনার্স এবং মাস্টার্স কোর্স মিলিয়ে প্রায় ৮ হাজার শিক্ষার্থী রয়েছে। বাগেরহাট সরকারি পি.সি. কলেজের অধ্যক্ষ প্রফেসর সুকণ্ঠ কুমার মণ্ডল জানান, চলতি বছর অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা চলার করনে বড় কোন আয়োজন ছাড়াই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
(একে/এএস/আগস্ট ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test