E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাবি

২০২০ এপ্রিল ২০ ২৩:৩৬:১৮
অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাবি

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে এ ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস চালু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে অনলাইনে ভার্চুয়াল মিটিং প্লাটফর্ম জুমের মাধ্যমে এক সভায় মিলিত হয়েছেন। সকাল ১১টায় উপাচার্যের বাসভবন থেকে এ সভার আয়োজন করা হয়।

সভায় করোনার কারণে সৃষ্ট ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস করতে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এ সভায় সংযুক্ত ছিলেন।

সভায় করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়ে করণীয় নির্ধারণ ও কর্মপরিকল্পনা গ্রহণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

ডিনরা সভায় জানান, গ্রীষ্মকালীন ছুটি শেষে যদি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু করা যায়, তাহলে শিক্ষকরা সংশ্লিষ্ট সেমিস্টার/বার্ষিক পদ্ধতির কোর্সসমূহের অতিরিক্ত ক্লাস ও ব্যবহারিক পরীক্ষা নিয়ে এই অনির্ধারিত ছুটির কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।

এ বিষয়ে, ডিনরা নিজ নিজ অনুষদের বিভাগসমূহের সঙ্গে সমন্বয় করে অনলাইন শিক্ষা কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই করবেন এবং প্রযুক্তিগত সুবিধাদির মধ্যে প্রবেশাধিকারের বিষয়টি নিশ্চিত করার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের যে সকল বিভাগ, ইনস্টিটিউট ও অনুষদ তাদের অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা প্রদানে এগিয়ে এসেছেন সভায় তাদের উদ্যোগের প্রশংসা করা হয়। একইভাবে সভা থেকে অন্যান্য বিভাগ, ইনস্টিটিউট ও অনুষদকেও অস্বচ্ছল শিক্ষার্থীদের চিহ্নিত করে সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে নিজ নিজ বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহায়তা নেয়ার কথা উল্লেখ করা হয়েছে।

পরীক্ষার ফলাফল সংক্রান্ত যে সকল কাজ পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা কমিটি সমন্বয় করে চূড়ান্ত করতে পারে সেই কাজগুলো এই বন্ধকালীন সময়ে সমাপ্ত করার জন্য সভা থেকে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস সকল সহায়তা প্রদান করবে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ পর্যন্ত কোভিড-১৯ মোকাবিলায় হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত, টেলিমেডিসিন সেবা প্রদান, মানসিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত পরামর্শ কার্যক্রম, টেস্টিং কিট উদ্ভাবন ও টেস্টিং সেবা প্রদানের সদিচ্ছা প্রকাশ, ল্যাব পরিচালনার প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান প্রভৃতি যে সকল পদক্ষেপ নেয়া হয়েছে সভায় এ সকল উদ্যোগের প্রশংসা করা হয়।

এর সঙ্গে খাদ্যাভ্যাসের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দেশের মানুষকে পরামর্শ প্রদানের জন্য পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়।

সভায় করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের সমাজ, অর্থনীতি, উন্নয়ন, পরিবেশ, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে যে প্রভাব পড়বে সে সকল বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও গবেষকদের সুচিন্তিত মতামত গ্রহণ করার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

(ওএস/এসপি/এপ্রিল ২০, ২০২০)

পাঠকের মতামত:

২৫ মে ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test