E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

বিশ্ববিদ্যালয়ে ভর্তির দাবিতে অনশনরত ৪ শিক্ষার্থী অসুস্থ

২০২০ অক্টোবর ২৯ ১২:০৪:৫৩
বিশ্ববিদ্যালয়ে ভর্তির দাবিতে অনশনরত ৪ শিক্ষার্থী অসুস্থ

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভর্তির দাবিতে আমরণ অনশনরত ৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

এদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়।

ভর্তির দাবিতে অনশনরত হুমায়ূনুল ইসলাম বলেন, অনশনরত ৮ জনের মধ্যে ৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার সন্ধ্যায় দিপক চন্দ্র দাশ ও মিলন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে অসুস্থ অবস্থাতেই মো. মাহফুজুল হক ও আল মামুন অনশন চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ফাঁকা আসনে ভর্তির দাবিতে তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনশন করছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীরা।

(ওএস/এসপি/অক্টোবর ২৯, ২০২০)

পাঠকের মতামত:

০৪ ডিসেম্বর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test